1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনটিআরসিএ (১ তম থেকে ১২ তম) নিয়োগ প্রত্যাশী য় ঘোষণা করেনি নির্বাচন বানচালে জামাত- হাসিনা ষড়যন্ত্র করছে- পটিয়ায় বিএনপি নেতা সাইফুদ্দীন সালাম মিঠু মসজিদের খতিব নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ কালীগঞ্জের প্রায় চার হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার দুর্গাপুরে বিএনপির সভায় সংঘর্ষ নিয়ে প্রোপাগান্ডার অভিযোগ শেখ হাসিনা সরকার বার বার দরকার বলা নায়কা অপু, এখন বিএনপির মঞ্চে, সমালোচনার ঝড় দলের সিদ্ধান্ত নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে-খোরশেদ আলম  কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-৩ মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জের প্রায় চার হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর (টেকপাড়া) গ্রামের আলী নেওয়াজ এর ছেলে আরিফুল ইসলাম (৩৫) এবং ধনপুর গ্রামের শামসুদ্দিন শেখ এর ছেলে আরিফ শেখ (৩২)। বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(খ)৪১ ধারায় ১২(৯)২৫ নং মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সংবাদ সম্মেলন এসব এ তথ্য জানান। তিনি আরও বলেন গ্রেফতারদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

থানা সূত্রে যানা যায়, ৪ সেপ্টম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর (টেকপাড়া) সাকিনস্থ মোঃ আরিফুল ইসলাম এর দোকানের সামনে পাকা রাস্তার উপর কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর নির্দেশে উপপরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ, এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন, এএসআই (নিঃ) স্বপন কুমার পাল, এএসআই (নিঃ) হুমায়ুন কবীর ও সঙ্গীয় ফোর্স কং/১৫৪৯ মোঃ পায়েল হাসান আবিরসহ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানার মোক্তারপুর (টেকপাড়া) গ্রামের আরিফুল ইসলাম (৩৫), কে তল্লাশীকালে তাহার কাঁধে ঝুলানো একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ যাহার গায়ে ইংরেজীতে APEX লেখা রয়েছে, উক্ত ব্যাগের ভিতর হইতে ৩,৮০০ (তিন হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবেলট ইয়াবা জব্দ করা হয়। আরিফুল এর সহযোগী হিসাবে আরিফ শেখ (৩২) বলেন তাহারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঘটনাস্থলসহ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। আরিফুল এবং আরিফ পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট