মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর (টেকপাড়া) গ্রামের আলী নেওয়াজ এর ছেলে আরিফুল ইসলাম (৩৫) এবং ধনপুর গ্রামের শামসুদ্দিন শেখ এর ছেলে আরিফ শেখ (৩২)। বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(খ)৪১ ধারায় ১২(৯)২৫ নং মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সংবাদ সম্মেলন এসব এ তথ্য জানান। তিনি আরও বলেন গ্রেফতারদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
থানা সূত্রে যানা যায়, ৪ সেপ্টম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর (টেকপাড়া) সাকিনস্থ মোঃ আরিফুল ইসলাম এর দোকানের সামনে পাকা রাস্তার উপর কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর নির্দেশে উপপরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ, এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন, এএসআই (নিঃ) স্বপন কুমার পাল, এএসআই (নিঃ) হুমায়ুন কবীর ও সঙ্গীয় ফোর্স কং/১৫৪৯ মোঃ পায়েল হাসান আবিরসহ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানার মোক্তারপুর (টেকপাড়া) গ্রামের আরিফুল ইসলাম (৩৫), কে তল্লাশীকালে তাহার কাঁধে ঝুলানো একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ যাহার গায়ে ইংরেজীতে APEX লেখা রয়েছে, উক্ত ব্যাগের ভিতর হইতে ৩,৮০০ (তিন হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবেলট ইয়াবা জব্দ করা হয়। আরিফুল এর সহযোগী হিসাবে আরিফ শেখ (৩২) বলেন তাহারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঘটনাস্থলসহ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। আরিফুল এবং আরিফ পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।