
নিজস্ব প্রতিবেদক
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত টানা দুই দফা শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের করা আবেদনের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই শুনানির আয়োজন করে। শুনানিতে সাবিরা সুলতানার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন। অপরদিকে, জহুরুল ইসলামের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মামুন মাহাবুব।
উভয় পক্ষের উপস্থাপিত তথ্য-প্রমাণ ও আইনি যুক্তি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সাবিরা সুলতানার পক্ষে রায় দেন এবং তাঁকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ ছাড়া এর আগে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে করা একটি অভিযোগও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।
শুনানিকালে সাবিরা সুলতানার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম সুমন এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরাফাত কল্লোল।
আইনি লড়াই শেষে প্রার্থিতা ফিরে পাওয়ায় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নেতারা বলছেন, এই রায়ের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নতুন করে গতি এসেছে এবং এলাকায় আবারও ভোটের আমেজ ফিরে এসেছে।