
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে রমজান আলী (৪০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। দণ্ডপ্রাপ্ত রমজান আলী ভাঙ্গাগেট এলাকার মৃত মাহতাব শিকদারের ছেলে।
ইউএনও শেখ সালাউদ্দীন দিপু শুক্রবার সকালে দৈনিক চেতনায় বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজান আলীকে গাঁজা সেবন ও বহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।