
নিজস্ব প্রতিবেদক
যশোরে নেশাগ্রস্ত স্বামীর ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়ে এক নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুলেরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত নারী আইনজীবীর নাম অনিকা সরকার। তিনি যশোর জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। অনিকা সরকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের কন্যা। তার স্বামীর নাম আসাদুজ্জামান, যিনি মণিরামপুর উপজেলার মোর্শেমনগর গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে। ফেসবুক পরিচয় থেকে বিয়ে, শুরু নির্যাতনের অধ্যায় পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে অনিকা সরকার যশোরে এসে আসাদুজ্জামানকে বিয়ে করেন। বিয়ের পর তারা যশোর শহরের পুলেরহাট এলাকায় কিশোর কারাগারের পাশের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত স্বামীর অস্বাভাবিক আচরণে দাম্পত্য জীবনে শুরু হয় চরম অশান্তি। প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অনিকা সরকার।
লাঠি দিয়ে বেধড়ক মারধর, শ্বাসকষ্টে হাসপাতালে
ভুক্তভোগী অনিকা সরকার জানান, ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বাসার ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসাদুজ্জামান তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়।
উপায় না পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত আসাদুজ্জামান কখনো নিজেকে আইনজীবী, আবার কখনো শিক্ষানবীশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আদালতপাড়ায় তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলার কথাও জানা গেছে। আইনজীবী সমিতির কড়া অবস্থান
নারী আইনজীবীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম. এ. গফুর।
এম. এ. গফুর সাংবাদিকদের জানান,
“আসাদুজ্জামান যশোর জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। একজন নারী আইনজীবীর ওপর এমন বর্বর হামলার ঘটনায় আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অনিকা সরকারকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।