1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ

পীরের বাজারে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ, নৌকার ঘাট হারানোর শঙ্কা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জুবায়ের আহমেদ সাব্বির, স্টাফ রিপোটার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজার এলাকায় নদীর পাড়ে নৌকার ঘাটসংলগ্ন সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন।

অভিযুক্ত নাসির উদ্দিন উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগোল গ্রামের বাসিন্দা। সরেজমিনে দেখা যায়, নদীর তীরবর্তী জনস্বার্থসংশ্লিষ্ট এলাকায় কংক্রিটের ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এতে ওই এলাকার নৌকার ঘাট সংকুচিত হয়ে পড়ছে এবং ভবিষ্যতে নৌযান চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্থানটি নদীপথে চলাচলকারী নৌযানের ঘাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বর্ষা মৌসুমে নৌযান ভেড়ানো ও চলাচল আরও বিঘ্নিত হবে বলে জানান তারা।

এ বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে হাইকোর্টের একটি রিট রয়েছে। আমি এখানে কয়েক লক্ষ টাকা ব্যয় করেছি। জায়গাটি সরকারি হলেও দীর্ঘদিন ধরে আমাদের দখলে রয়েছে। প্রশাসন চাইলেও এখানে কিছু করতে পারবে না।

তবে স্থানীয়রা বলেন নিয়ম অনুযায়ী সরকারি জায়গা কোনোভাবেই ব্যক্তিগত দখলে নেওয়ার সুযোগ নেই। আদালতে রিট থাকলেও যথাযথ প্রশাসনিক অনুমতি ছাড়া নদীতীরবর্তী এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনসিদ্ধ নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে অবৈধ দখল প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, নদী ও নৌপথ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা অবিলম্বে অবৈধ নির্মাণ বন্ধ করে সরকারি জায়গা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট