
নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার একটি আনন্দঘন অনুষ্ঠান, যা বাংলাদেশে প্রতি বছর ১লা জানুয়ারি পালিত হয় এবং এর সাথে থাকে মা-অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, যেখানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে আলোচনা করা হয়, যা শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবে বই বিতরণের পাশাপাশি মা সমাবেশ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
মাওলানা মুফতী উমর আলীর সভাপতিত্বে, মাষ্টার আব্দুল্লাহ আল মাসুদ-এর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হ’য়ে বক্তব্য রাখেন মো:নুরুল আমিন,
উপস্থিত ছিলেন,শাহজাহান, আব্দুল মনাফ,জইনুল্লাহ,আবুল কাসেম,মাওলানা আহমদ সুহেল,মুরব্বি ফুলমিয়া, হাসু মিয়া,আব্দুল হাসিম,হাসিম আহমদ,ফালু মিয়া,শফিকুর রহমান,হাজির আলী,হেলাল আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ,মাওলানা সালাউদ্দিন, মাওলানা আবুল হাসান,মাষ্টার আমির হামজা,
০৪/০১/২৬ইংরেজি রোজ রবিবার দারুস্ সুন্নাহ মুহাম্মদ আলী আহসান হাফিজিয়া মাদ্রাসা, গোয়াইনঘাট সিলেটের মাঠে ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়, বই বিতরণের পূর্বে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও প্রতিষ্টানের প্রতিষ্টাতা আলহাজ্ব আব্দুল মতিন (রা) সহ দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।