লোহার শিকের ওপারে দাঁড়ানো এক মানুষ, অভিযোগ, ষড়যন্ত্র ও সংগ্রামের গল্প আসাদুজ্জামান জনির
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
-
৩২১
বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ কামাল হোসেন, অভয়নগর যশোর
কারাগারের বন্ধ দরজার ওপাশে বসে এক মানুষ তাঁর জীবনসংগ্রামের গল্প লিখছেন। স্যাঁতসেঁতে দেয়ালে মাথা ঠেকিয়ে, লোহার শিকের ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলোটুকুকেই সঙ্গী করে তিনি রোজ নিজের ভাঙচুর হয়ে যাওয়া আশা-স্বপ্নের হিসাব কষেন। সেই মানুষটির নাম আসাদুজ্জামান জনি, অভয়নগর রাজনীতির পরিচিত মুখ, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ছিল তাঁর পরিচয়। কিন্তু আজ তিনি বলছেন, নিজেই হয়ে গেছেন ষড়যন্ত্রের শিকার, একের পর এক মিথ্যা মামলার আসামি, কারাগারের এক নম্বর বন্দি। জনির ভাষ্যে, রাজনৈতিক জীবনের শুরুটা ছিল ত্যাগ ও সংগ্রামে ভরা। তিনি স্মরণ করেন ১/১১–এর অস্থির সময়, একাধিকবার কারাবরণ, পরপর মামলা, তবু দল ও আদর্শ থেকে সরে আসেননি কখনও। দালালচক্রের ভিড়েও নিজের অবস্থান অটুট রাখার চেষ্টা করেছি, এমন কথাই লিখে যান তিনি।
আন্দোলনের সময় পাশে দাঁড়ানোর অভিযোগ-প্রত্যাশা
২০২৪ সালের উত্তপ্ত দিনগুলোতে যখন ছাত্র-জনতা রাজপথে নামছিল, তখনও তিনি ছিলেন মাঠে, এমন দাবি তাঁর। মানুষের পাশে দাঁড়ানো, সাহস জোগানো, রাতভর পাহারা দেওয়া, এসব কর্মকাণ্ডের জন্য তিনি সেই সময় স্থানীয়দের প্রশংসাও পেয়েছিলেন বলে জানান তাঁর সমর্থকরা।
কিন্তু সেই সময়ের পরই পরিস্থিতির নাটকীয় মোড় বদলায়। রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার। শুরু হয় মামলা, নেমে আসে গ্রেপ্তারের ঝড়। শুধু তাকেই নয়, তাঁর বৃদ্ধ বাবাকেও কারাগারে নেওয়া হয়, যা স্থানীয় অনেককে ব্যথিত করেছে বলে অভিযোগ উঠেছে।
‘মামলা পিছু মামলা’ দাবি জনির পরিবারের
জনির পরিবারের অভিযোগ, একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দিয়ে তাঁকে চাপে রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’, এমনকি কৃষকদল নেতা তারিকুল হত্যা মামলাতেও তাঁকে দেখানো হয়েছে, এ অভিযোগও করেছেন তাঁরা। তবে এসব অভিযোগ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কারাগারের ভেতরে বসে লেখা তাঁর সেই চিঠিতে জনি দীর্ঘশ্বাস ফেলে লিখেছেন,
১৭ বছরের সংগ্রামের পুরস্কার হিসেবে পেলাম সাতটি মামলা আর অনিশ্চিত প্রহর। এই রাজনীতির শেষ কোথায়, যেখানে নিষ্ঠা অপরাধ হয়ে যায়, সাহস বিশ্বাসঘাতকতায় রূপ নেয়?
তবুও শেষ লাইনে তাঁর কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা,
সব অন্যায় আর নির্যাতনের মধ্যেও মাথা নত করিনি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
মূলকথা: আসাদুজ্জামান জনি
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন