
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সারাদেশে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার নির্দেশনায় পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন (৩০ ডিসেম্বর মঙ্গলবার) বিকালে বায়তুল শরফ মিলনায়তনে খতমে কুরআন ও বিদেহী আত্মার মাগফিরাত
মোনাজাত করেন মৌলনা আনিসুল আজিজি, দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, সাবেক ছাএনেতা জিল্লুর রহমান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ চৌধুরী, নাছির উদ্দীন, আবু জাফর চৌধুরী, ফরিদ আহমদ, নুরুল আমিন মধু, জাগীর মেম্বার, আবদুল মাবুদ, হাফেজ আহমদ, আলী আকবর, শাহ আলম, মামুন সিকদার, আজিম মেম্বার, সেলিম মাষ্টার, কাসেম চেয়ারম্যান, আবদুল হক মনু, আলী আজগর আকবরী, আহমদ কবির, জয়নাল আবেদীন( আঙ্গুর) মোসলেম উদ্দিন, সোহেল সওদাগর,জাফরুল ইসলাম, বাবুল মেম্বার, নাজিম উদ্দীন, নুরুল আমিন, জাফর, জাহাঙ্গীর, আহসান চৌধুরী, জিয়া, ইমন, আবদুর রহিম প্রমুখ।
শোক মাহফিলে অনেকে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা কর্মীরা ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।