চুরি যাওয়া মোবাইলের মেসেঞ্জার দিয়ে ছবি ছড়িয়ে হয়রানি, ভুক্তভোগীর সতর্কবার্তা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
-
৯১
বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার সদর উপজেলার শেখহাটি গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সেলিম হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন চুরি হওয়ার পর তার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে অজ্ঞাত একটি চক্র নানাভাবে হয়রানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মোবাইল চুরির ঘটনায় তিনি যশোরের অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির ট্র্যাকিং নম্বর-M7VYHV, তারিখ ২৯/১২/২০২৫ ইং।
ভুক্তভোগী জানান, চুরি যাওয়া মোবাইলে তার ফেসবুক মেসেঞ্জার লগইন অবস্থায় ছিল। যার ফেসবুক ম্যাছেঞ্জার নাম angle afrin
চোর চক্র সেই মেসেঞ্জার ব্যবহার করে তার ব্যক্তিগত তথ্য ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। এতে তিনি মারাত্মক মানসিক ও সামাজিক সংকটে পড়েছেন। তিনি আরও জানান, মোবাইল চুরি যাওয়ার পর আমার সিম নম্বরটি বন্ধ রয়েছে। কিন্তু মেসেঞ্জার ব্যবহার করে আমাকে বিপদে ফেলতে বিভিন্ন অপকর্মের চেষ্টা চলছে। আমার ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় আমি নেব না। এ ঘটনাকে ঘিরে তিনি সকল ফেসবুক বন্ধু ও সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মেসেঞ্জার ব্যবহার করে তার নামে ছড়ানো যেকোনো ছবি বা তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে উল্লেখ করেছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন