
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। শোকপালনকালে সবাইকে শৃঙ্খলা ও সংযম বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ও দূরদর্শী নেত্রী ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার পথ দেখিয়েছে।
তিনি দেশের মানুষের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, এই শোকাবহ মুহূর্তে আমরা সবাই মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করি। কেউ যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্য ও দায়িত্বশীল মনোভাব এখন অত্যন্ত জরুরি।”
মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।