1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

গ্রাহক আস্থার পাঁচ বছর: শ্রীমঙ্গলে পপুলার হোন্ডা গ্যালারির ‘কাস্টমার মিট ২০২৫’ উৎসবমুখর আয়োজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজের প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল শোরুম পপুলার হোন্ডা গ্যালারি তাদের প্রতিষ্ঠার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী “কাস্টমার মিট ২০২৫”। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে তিনটায় গ্যালারির নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং পরবর্তীতে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গ্রাহকের প্রতি সমান সম্মান ও ভালোবাসার বার্তা দেন আয়োজকরা। ধর্মীয় সম্প্রীতির এমন দৃষ্টান্ত উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পপুলার হোন্ডা গ্যালারির ব্যবস্থাপক কাজী মহসিন আহমদ রাহী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্যালারির স্বত্বাধিকারী মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফখরুল ইসলাম বলেন, “পপুলার হোন্ডা গ্যালারি সবসময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। গ্রাহকরা যাতে উন্নত ও নির্ভরযোগ্য সেবা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করছি। পাশাপাশি হোন্ডা মোটরসাইকেলের মান ও প্রযুক্তি আগের চেয়ে আরও উন্নত হয়েছে—এ ব্যাপারে গ্রাহকদের আশ্বস্ত করছি।”
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা আনন্দঘন পরিবেশে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। পপুলার হোন্ডা গ্যালারির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে কাস্টমার মিটে ছিল কেক কাটা, হোন্ডার আপডেট মডেল ও প্রযুক্তি নিয়ে আলোচনা, গ্রাহকদের মতামত গ্রহণ এবং সার্ভিস সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
এছাড়া গ্রাহকদের অংশগ্রহণে এক চমৎকার বেলুন খেলার আয়োজন করা হয়। উচ্ছ্বাসভরা এই প্রতিযোগিতায় অংশ নেন বহু গ্রাহক। প্রতিযোগিতা শেষে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী তিনজন গ্রাহককে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন গ্যালারির কর্মকর্তারা।
রঙিন বেলুন, হোন্ডার ব্যানার এবং অতিথিদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। হোন্ডা গ্যালারির সকল স্টাফ, নিয়মিত গ্রাহক ও বাইকপ্রেমীদের অংশগ্রহণে এই আয়োজন জমজমাট রূপ নেয়।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই পপুলার হোন্ডা গ্যালারির সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও এমন কাস্টমার মিট নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এক কণ্ঠে প্রত্যাশা ব্যক্ত করেন—“পপুলার হোন্ডা গ্যালারি এগিয়ে যাক আরও বহুদূর।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট