
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় সেন্টমার্টিনগামী যাত্রীবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ আগুন লাগে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন,
“প্রতিদিনের মতো সেন্টমার্টিনগামী পর্যটক তুলতে ঘাটের দিকে আসছিল জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পর মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ভাগ্যক্রমে তখনও কোনো যাত্রী জাহাজে উঠেননি।”
এদিকে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক উঠা তদারকির দায়িত্বে ঘাট এলাকায় থাকা অবস্থায় আমরা ঘটনাটি প্রত্যক্ষ করি। আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। শোকরিয়া, যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে এ ঘটনা ঘটেনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগের পাশাপাশি শঙ্কা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।