
নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে, এ প্রশ্ন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিভ্রান্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পৃথক দলীয় চিঠি বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠিতে ৮৮-যশোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নাম উল্লেখ থাকে। সেই চিঠিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু একদিন না যেতেই, ২৫ ডিসেম্বর রাতে আরও একটি অনুরূপ চিঠি প্রকাশিত হয়, যেখানে একই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ফারাজী মতিয়ার রহমানের নাম দেখা যায়। ফলে কোনটি আসল নথি এবং কে আসলে চূড়ান্ত প্রার্থী, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ঘটনায় বিভ্রান্তিতে পড়েছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। অনেকেই বলছেন, একই আসনে পৃথক প্রার্থীর নামসহ দু’টি চিঠি প্রকাশ হওয়া স্বাভাবিক সন্দেহের জন্ম দিয়েছে। সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত মাঠের পরিস্থিতিও অনিশ্চিত হয়ে উঠছে বলে মন্তব্য করছেন তারা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, পরিস্থিতি স্পষ্ট না হলে নির্বাচনী সমীকরণে বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় দপ্তর বা সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ধানের শীষের প্রকৃত মনোনয়ন কার হাতে? ফারাজী মতিয়ার রহমান, নাকি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব? এ নিয়ে জেলাজুড়ে জল্পনা-কল্পনা ও আলোচনা অব্যাহত রয়েছে।