
নিজস্ব প্রতিবেদক
যশোর-৬ (কেশবপুর) আসনে শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন পেলেন দীর্ঘদিন দলের জন্য ত্যাগী নেতা আবুল হোসেন আজাদ। তিনি উপজেলার টানা ২৮ বছরের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
আবুল হোসেন আজাদ এর আগে তিন দফা দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিলেও, ভোট ডাকাতি ও ভোটার ভয়ভীতি সৃষ্টি হওয়ায় প্রত্যাশিত জনসমর্থনের প্রতিফলন ঘটে না, এমন অভিযোগ রয়েছে দলীয় নেতাকর্মীদের।
এর আগে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে। তবে ঢাকায় অবস্থান করায় কেশবপুরে তার দৃশ্যমান ভূমিকা ও স্থানীয় সংযোগ না থাকায় নেতাকর্মী এবং ভোটারদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়।
স্থানীয় পরিস্থিতি ও সংগঠনের বাস্তবতা বিবেচনায় নিয়ে ২৪ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে।
মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে “ত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। এলাকায় নতুন করে নির্বাচনী উদ্দীপনা ফিরে এসেছে বলেও জানা গেছে।