
নিজস্ব প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার সারাদিন ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘রিয়াজ মারা গেছেন’,এমন অসংখ্য পোস্ট ঘুরতে থাকে। অনেকেই বিষয়টি জানতে চাইলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত রিয়াজের পরিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
বুধবার সন্ধ্যায় দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে রিয়াজের স্ত্রী জানান, অভিনেতা রিয়াজ জীবিত ও সুস্থ আছেন। তিনি বলেন,
‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, ভালো আছেন।’
গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তন ও গণ-অভ্যুত্থানের পর থেকে রিয়াজ কার্যত আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাকে জনসমক্ষে খুব বেশি দেখা যায়নি। চলচ্চিত্র অঙ্গনের অনেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেননি। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকায় গুজবটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে ও বিশ্বাসযোগ্যতা পায়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বলে জানা যায়। ঠিক সেই সময়েই তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি করে।
অবশেষে পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে,রিয়াজ ভালো আছেন এবং তার মৃত্যু নিয়ে যে খবর প্রচার হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।