1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি: যুবশক্তির নেত্রী তন্বী আটক, ঘরে মিলল ইয়াবা ও মদের বোতল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজ নামের একটি ভবনে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। গুলিবিদ্ধ অবস্থায় তিনি নিজেই ভবনটি থেকে বের হয়ে আসেন। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনাটি ঘটে। খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সোমবার সকাল ১১টার আগ মুহূর্তে তিনি গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর তন্বী পলাতক থাকলেও পরে ডিবি পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। অভিযানের সময় ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, পাঁচটি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ভবনের মালিক আশরাফুন নাহার জানান, তন্বী নিজেকে একজন এনজিও কর্মী পরিচয় দিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকেই ওই বাসায় অপরিচিত পুরুষদের যাতায়াত বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ১ ডিসেম্বর তাদের বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয় এবং ৩১ ডিসেম্বরের মধ্যে বাসা ছাড়ার কথা ছিল।

এদিকে পুলিশ তদন্তের অংশ হিসেবে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ফার্মেসি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদার ও তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে মুক্তা হাউজের দিকে যাচ্ছেন। সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ভবনটি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ওই বাসায় মোতালেবসহ কয়েকজন অবস্থান করছিলেন। পরে নিজেদের মধ্যে বিরোধের জেরে তাকে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্নও পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট