
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোতালেব নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বেলা পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় আঘাত হানে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত মোতালেবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।
সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে, এমন তথ্য আমরা পেয়েছি। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কোন এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের থানা ও হাসপাতাল সূত্রের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী থাকলে তাদের বক্তব্য নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের গুলির ঘটনায় নগরীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।