
মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-জনতার উদ্যোগে দোয়া ও মোনাজাত শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক, মোস্তাকিম আহমেদ, মাকসুদ রহমান, অয়ন সুলতান, জুলাই যোদ্ধা সাধন মহন্ত, সবুজ হাসান বিপ্লব, শ্রাবন, আরিফ ইফরাদ, আহসান আওয়াল,নিতাই চন্দ্র, মঞ্জুরুল ইসলাম খট্টু, মো: মিসকাত,
সহ শতাধিক ছাত্র-জনতা অংশ নেয়।