1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

অভিনয় থেকে অবসরে মৌ খান, বেছে নিলেন দ্বীনের পথ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

হাতে থাকা সিনেমা শেষ করে অভিনয়কে বিদায় জানাবেন চিত্রনায়িকা; নতুন জীবনযাত্রার পরিকল্পনা আল্লাহর পথে

নিজস্ব প্রতিবেদক 

চিত্রনায়িকা মৌ খান অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাতে থাকা কয়েকটি সিনেমা শেষ করেই তিনি চলচ্চিত্র জগতকে বিদায় জানাবেন। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই চমকপ্রদ তথ্য জানান মৌ খান।

মৌ খানের পোস্টে বলা হয়েছে, “আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না।”

তিনি আরও জানান, “জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।”

মৌ খান উল্লেখ করেছেন, হাতে থাকা অসম্পূর্ণ কাজগুলোকে সম্মানিত পরিচালকদের মাধ্যমে শেষ করার অনুরোধ করেছেন এবং নিজের কাজগুলি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তিনি হালাল ব্যবসার মাধ্যমে রুজির ব্যবস্থা করার পরিকল্পনা করছেন।

অভিনেত্রী লিখেছেন, “আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।”

মৌ খানের চলচ্চিত্র জীবনের শুরু হয় ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে। এরপর তিনি ‘বান্ধব’ ও ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায় অভিনয় করেন। তবে কম জনপ্রিয়তার কারণে তিনি নিজেকে চলচ্চিত্র জগত থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট