
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটজনক হয়ে উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গণমাধ্যমকে জানান, গত রাত থেকে খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে এবং তার অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’।
আহমেদ আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থার আবারও অবনতি হয়েছে। গতকাল রাত থেকেই তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে। দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ টিম তার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, “চিকিৎসকরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন। আমরা সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
দলের নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে আসছেন।