1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

চুরির অভিযোগে যুবককে নাকে খত ঘুরিয়ে অপমান বিতর্কের কেন্দ্রে বিএনপি নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অভিযোগ তুলে এক যুবককে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে বিষয়টি সামনে আসে।

নির্যাতনের শিকার যুবকের নাম রসুল আলী (২৮)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গ্রামবাসীর দাবি, শুক্রবার গভীর রাতে স্থানীয় পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে গরু চুরির চেষ্টা করেন রসুল আলী। পরিবারের লোকজন টের পেয়ে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরদিন বিকেল তিনটার দিকে সালিশের নামে তাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেওয়া হয়।

সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রথমে তাকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। এরপর মাটিতে শুইয়ে নাকে খত দিতে দিতে গ্রাম ঘোরানো হয়। ভিডিওতে দেখা যায়, গ্রামের লোকজন দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে, আর কয়েকজন ব্যক্তি চিৎকার করে বলছে এই বিচারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে। একপর্যায়ে রসুলকে উঠিয়ে তিনবার কান ধরে উঠবস করানো হয় এবং পরে ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, ভিডিওতে নাক ঘষিয়ে ঘোরানো ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম, যিনি ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ঘটনা স্বীকার করে তিনি বলেন,

পুলিশে দিলে ছেলেটার বড় ক্ষতি হতো। গ্রামের লোকজন তো হাত-পা ভেঙে দিতে চাইছিল। আমি দেখলাম এত বড় ক্ষতি করার দরকার নেই, তাই মাত্র দশ হাত নাকে খত দিয়ে ছেড়ে দিয়েছি।”

পল্লী চিকিৎসক এনামুল হক দাবি করেন, রসুল গরু চুরি করতে তার বাড়িতে ঢুকেছিল। পরে গ্রামের মাতব্বরদের তিনি বিচার দেন। অভিযুক্তের বাবা তার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন বলেও জানান তিনি।

ঘটনা সম্পর্কে রসুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার বাবা আব্দুল মান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি। যুবক রসুলকেও বাড়িতে পাওয়া যায়নি।

ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন,

এমন একটি ঘটনার কথা শুনেছি। এর বাইরে আপাতত কিছু বলতে পারছি না। এবিষয়ে

হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আইন বহির্ভূত এমন সালিশ করার অধিকার কারও নেই। ভুক্তভোগী পরিবার এখনো অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট