1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

যশোরে ডিলারকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে ডেলিভারিম্যানের চম্পট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় এক ডিলারকে ছুরিকাঘাত করে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুন্দিপুর মাদরাসা মোড়ে। পরে স্থানীয়রা এক যুবককে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে। আহত ডিলার আশরাফুল কুন্দিপুর গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত আশরাফুল জানান, তিনি সজীব গ্রুপ ও মেরিডিয়ান ফুডের ঝিকরগাছার ডিলার। করিমালী গ্রামের আহাদ তার ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আহাদ বিভিন্ন দোকানে মাল দেওয়ার পর টাকা তুললেও তা জমা দেননি। এর বাইরেও তার কাছে আরও টাকা পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আহাদ কাজে আসা বন্ধ করে দেন। পরে আশরাফুল ফোনে তাকে আসতে বললে আহাদ জানান, তিনি আর কাজ করবেন না। বকেয়া টাকা ও হিসাব চাইলে তিনি বলেন—“সেটা পরে দেখা যাবে।” এ নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে বাক-বিতণ্ডা হয়।

রাতে আশরাফুল ব্যবসার টাকা সংগ্রহ করে দোকানে ফিরছিলেন। পথিমধ্যে আহাদ, স্থানীয় ফুচকা বিক্রেতা রাকিব এবং জুয়েল তার গতিরোধ করে ছুরিকাঘাত করেন। পরে তার কাছে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুলের চিৎকারে তারা ঘটনাস্থলে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখেন। এসময় ফুচকা বিক্রেতা রাকিবকে হাতে-নাতে ধরে ফেলেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আশরাফুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বলেন, আশরাফুলের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসা চলছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলে আরও বিস্তারিত বলা যাবে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, আহাদকে হেফাজতে রাখা হয়েছে। রাতে আহত পক্ষ থেকে বলা হয়েছিল মামলা করবে। কিন্তু সকালে জানানো হয়েছে তারা মামলা করতে চাইছেন না। এমনকি ছিনতাইয়ের ঘটনাও হয়নি বলে দাবি করছেন। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে।

অন্যদিকে আহত পক্ষের দাবি, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপ রাকিব-আহাদদের পক্ষ নিচ্ছে। তারা থানায় মামলা করতে দেবে না বলে হুমকি দিচ্ছে এবং প্রশাসনকেও মামলা না নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে আহতের পরিবার জানায়, থানা যদি মামলা না নেয়, তাহলে তারা আদালতের মাধ্যমে বিচারের দাবি করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট