1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

“র‌্যাবের অভিযানে জাল টাকা-নকল পিস্তলসহ যুবক আটক”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট ও পাঁচটি নকল বিদেশি পিস্তলসহ মোক্তাদির আলী (৩৪) ওরফে রিপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে র‌্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর মৌলভীবাজার ক্যাম্প ও সিলেট সদর কোম্পানির যৌথ দল সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় মোক্তাদির আলীর নিজ বাড়িতে অভিযান চালায়।
অভিযানে তার ঘরের ওয়ারড্রোব থেকে প্রায় ৩০ লাখ টাকার দেশি জাল নোট, ৬০ লাখ টাকার বিদেশি জাল নোট, ৫টি নকল বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড নকল গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোক্তাদির আলীর পিতা তৈয়ব আলী।
র‌্যাব কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছেন যে, গত তিন মাস ধরে তিনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে নকল টাকা ও অস্ত্র ক্রয় করে অনলাইনে বিক্রি করতেন।
তিনি ভিডিও কলের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র দেখিয়ে আসল বলে ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন। পরে নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করতেন এবং টাকা পাওয়ার পর ফোন বন্ধ করে পালিয়ে যেতেন।
র‌্যাব কর্মকর্তা আরও জানান, তার দেওয়া তথ্যের ভিত্তিতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সারা দেশে থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় ১৫০০টি অস্ত্র এবং দেড় লাখের অধিক রাউন্ড গুলি এখনও উদ্ধার হয়নি। এ কারণে নির্বাচন প্রস্তুতিকালীন এই সময়ে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বিরাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগে সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে র‌্যাব-৯ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”
গ্রেপ্তার মোক্তাদির আলীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আসামি ও উদ্ধারকৃত আলামত কুলাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট