1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

মৌলভীবাজার-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীকে নিয়ে দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং) বাদ মাগরিব থেকে শুরু হয়ে এশার নামাজের সময় কিছুক্ষণ বিরতি দিয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
এ সময় সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী শায়খ মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসন-৪ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম.এ. রহীম নোমানী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি শামসুল ইসলাম লিয়াকত, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় দুই উপজেলার দায়িত্বশীলদের পরামর্শে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ শিহাব উদ্দীন এবং সদস্য সচিব হন কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ খালেদ।
সভায় সভাপতির বক্তব্যে শায়খ মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ বলেন, “রাজনীতি আমাদের কাছে ক্ষমতা ভোগের উপায় নয়, বরং মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। মৌলভীবাজার-৪ আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত থেকেছে। আমি নির্বাচিত হলে মানুষের দোরগোড়ায় ন্যায়ভিত্তিক সেবা পৌঁছে দেব।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে জনসাধারণ দুর্নীতি, বেকারত্ব ও নানা সামাজিক সমস্যায় জর্জরিত। খেলাফত মজলিস জনগণের প্রকৃত কল্যাণে কাজ করে আসছে। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমরা এই আসনকে একটি আদর্শ আসনে রূপান্তরিত করতে চাই।”
প্রার্থী এ সময় শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “আমাদের কাজ শুধু নির্বাচনে জয়লাভ করা নয়, বরং মানুষের আস্থা অর্জন করা। এজন্য এখন থেকেই মাঠে নেমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর প্রচারণা ও কার্যক্রম পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট