সিনিয়র স্টাফ রিপোর্টর।
এনটিআরসিএ এর ১ম থেকে ১২ তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ একটি কঠোর আন্দোলন করবেন। তাঁরা সেই আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ১৪ ই সেপ্টেম্বর ২৫ ইং এনটিআরসিএ ১ম থেকে ১২ তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ আন্দোলনের তারিখ ঘোষণা করেননি।
জিএম ইয়াছিন বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে আমাদের এই ব্যাপার নিয়ে আলোচনা করতেছি। আশা করি যে সকল রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে আমরা যোগাযোগ করেছি তাঁরা খুব তারাতাড়ি একটা কঠোর আন্দোলনের ডাক দেওয়ার অনুমতি দিবেন। তিনি আরো বলেন, তাঁরা আমাদের আন্দোলন মাঠে উপস্থিত থেকে আমাদের আন্দোলনকে সমর্থন করেবন। যে সকল রাজনৈতিক ব্যাক্তিবর্গ মাঠে আসবেন, প্রয়োজনে তাঁরা আমাদের পাশে মাঠে থেকে সফলতা নিয়ে আশার অগ্রণী ভূমিকা পালন করবেন।
এই সংগঠনের নেত্রী শারমিন জাহান বলেন, এই মুহুর্তে আন্দোলন করতে হলে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাপোর্ট বড় প্রয়োজন। আমরা আশা করতেছি খুব দ্রুত রাজনৈতিক ব্যক্তিবর্গের নির্দেশনায় আমরা একটি কঠোর আন্দোলনের ডাক দিব। এছাড়াও শাহরিয়ার বলেন, এই মুহূর্তে ঢাকায় কোন আন্দোলন করতে হলে রাজনৈতিক সাপোর্টটি বড় প্রয়োজন। তাই আমরা চেষ্টা করতেছি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিএনপি ও এনসিপির নেতৃবৃন্দের অনুমতিক্রমে এবং তাদের মাঠে থাকার প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলন ডাক দেওয়া হবে। সংগঠনে আরো অনেক নেতৃবৃন্দ বলেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকে চারবার কথা দেওয়া হয়েছে সে কথা তারা রক্ষা করেননি। তাই আমরা এবারের আন্দোলন বিভিন্ন পরিকল্পনা মাফিক সাজিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমরা সফলতার মুখ না দেখি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন মাঠ ছাড়বো না।
২০২২ সালে আমরা শাহবাগ জাতীয় গ্রন্থাগারের সামনে শান্তি পূর্ণ ভাবে ২০০ দিন আন্দোলন করেছি। এবারে আন্দোলন দীর্ঘমেয়াদি হবে।