নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী
মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বাদী হয়ে মামলাটি করেছে।
জসীম উদ্দীন জানান, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। যে সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক এমপি লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনিসহ সিন্ডিকেটের ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা হয়েছে।
গত ২০ আগস্ট মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) এর ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করার কথা জানায় সিআইডি। তারপর মালয়েশিয়া সিন্ডিকেটের অন্যতম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের নামে মামলার কথা জানালো হলো। স্বপনের মানিলন্ডারিং মামলা তদন্ত করতে গিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর তথ্য বেরিয়ে এসেছে।
এর আগে সিআইডি জানায়, মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।