বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে এক ভয়ংকর প্রতারক নামধারী ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ওরফে টিপুর বহুরূপী প্রতারণার শেষ কোথায়। তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনটি। জানা গেছে, উপজেলার উপশহর এলাকার নওয়াপাড়া ধোপাদী মোড় এলাকার মৃত-আবুল কাসেমের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে টিপু (৫০), ‘র বিরুদ্ধে নানারকম প্রতারণা ও ভয়ংকর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে প্রতারক মামুন প্রাই ২০ বছর আগে একজন ব্যবসায়ী নারীকে বিয়ে করে ঢাকায় চলে যায়, ঢাকায় গিয়ে বসবাস করতেন। ওই নারীকে ব্যবসা করার কথা বলে ফুসলিয়ে বিভিন্ন টালবাহানায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে বর্তমান নওয়াপাড়া এলাকায় এসে আরও একটি বিয়ে করে শুরু করেছেন নতুন প্রতারণা। সে ঢাকায় থাকাকালীন নিজেকে চলচ্চিত্র অভিনেতা, কখনো সাংবাদিক পরিচয় কখনো বড়ো কোম্পানির মালিক পরিচয় দিয়ে অসংখ্য মানুষের সাথে করেছেন বহুমাত্রিক প্রতারণা। ভুক্তভোগী নারী অভিযোগ করে জানান, প্রায় ২০ বছর আগে আমার সাথে প্রেমের সম্পর্ক করে আমাকে বিয়ে করে আমার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে, শুনেছি সে ধোপাদী গ্রামের আর একটি মেয়েকে বিয়ে করেছে। আমি প্রতারক মামুনের কঠোর শাস্তি চাই এবং আমার টাকা ফেরত পেতে আপনাদের সহযোগীতা চাই। তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে, আ.লীগ সরকার ক্ষমতায় থাকায় আ.লীগের দাপট দেখানো ওই প্রতারক প্রতারণা করার জন্য নিজের নামে জালিয়াতির মাধ্যমে নিজের একাধিক এনআইডি কার্ড ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করেছে। যার এনআইডির কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে। যার একটার নং ৪১২০৪০৪২৮৩৪৪৮ আর একটার নং ৮২৩১৮৬৩৭৫৭ যার একটার সাথেও তার জন্মের তারিখ ঠিক নেই। প্রথমটায় ১ জানুয়ারি ১৯৮১ তারিখ অন্যটিতে ১ জানুয়ারি ১৯৮৫ উল্লেখ দেখা যায়। ফলে স্বাভাবিক ভাবে সে একজন প্রতারক কোন সন্দেহ নেই। অনুসন্ধানে দেখা যায়, একটি ভিজিটিং কার্ডে সে নিজেকে সাংবাদিক উল্লেখ করেছেন, যেখানে উল্লেখ আছে তিনি ক্রাইম রিপোর্টার দৈনিক ঢাকা টাইমসহ বিভিন্ন নামি দামি পত্রিকার নাম,,সেখানে তিনি নিজেকে হোমিওপ্যাথি (এমবি,এস), এমবিএ (একাউন্টটিং) উল্লেখ করেছেন। সূত্রে জানা গেছে ডাক্তার রুপে প্রতারণা করা ওই টিপু খপ্পরে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছে। এবং সে আ.লীগ সরকারের সময়কাল বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি নওয়াপাড়া রানা ভাটা এলাকায় একটি হোমিওপ্যাথি চিকিৎসালয় খুলে বসে আছেন, যেখানে সরেজমিনে দেখা যায়, বড় বড় দুইটি সাইনবোর্ড টানানো যে সাইনবোর্ডে উল্লেখ করা হিমু হোমিও মেমোরিয়াল সেন্টার আর একটা আই বি কোচিং সেন্টার দু’টি সাইবোর্ডের ব্যানারে আব্দুল্লাহ আল মামুন ওরফে টিপু নতুন করে শুরু করেছে অভিনব প্রতারণা। অন্যদিকে সাউর্থ পল্লী সেফটি গার্ড লিঃ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ-লাখ টাকা। এমনই চাকরি প্রত্যাশী নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের গফুর মোল্লার ছেলে তরিকুল ইসলাম জানান, আমাকে চাকরি দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নিয়েছিলো পরে আমাকে কোন চাকরি দেয়নি আমার টাকাও ফেরত দেয়নি।এব্যাপারে আর এক ভুক্তভোগী নওয়াপাড়া হাসপাতাল রোড এলাকার ইমান আলী অভিযোগ করে বলেন, আমার ছেলে সোহাগের চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে ১৩ হাজার টাকা সহ ছেলেকে নিয়ে ঢাকায় যায় ওই প্রতারক মামুন, আমার ছেলেকে দেড়মাস আটক রেখে অমানুষিক নির্যাতন করে, পরে আরো ২২ হাজার টাকা দিয়ে ছেলেকে বাড়ি নিয়ে আসি আজও আমার টাকা ফেরত চাইলে আমাকে হুমকি দেয়। এবিষয়ে ওই প্রতারক কথিত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ওরফে টিপু তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসবকিছুর কোন বিষয়ে আমি জড়িত নয়।