1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে গুজব তৈরির খারখানার সন্ধান, দায়িত্বে রয়েছে পুতুল অনুমতি ছাড়াই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন শিক্ষিকা জুলেখা কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা পটিয়া সচেতন নাগরিক ফোরামের পরিচিতি সভায় যুব ফোরাম ও ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা  গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায়,আটক ২জন জেল হাজতে প্রেরন করেছে পুলিশ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের পক্ষে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খাঁন বালু ব্যবহার করা, হয়েছে মাটির পরিবর্তে: শরনখোলায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন;। কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় খুলনা রেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে পুলিশের বিশেষ মতবিনিময় গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

যশোরে হানিট্র্যাপের ফাঁদে ২ বন্ধু, একজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরে ‘হানিট্র্যাপ’-এর শিকার হয়েছেন দুই ব্যক্তি। গত সোমবার রাতে শহরের পাইপপট্টিস্থ সমবায় ভবনের পেছন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে শিমুল (২২) নামে এক যুবককে আটক করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পাইপপট্টিস্থ সমবায় ভবনের পেছন এলাকায় সাবেক পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমনের বাড়ির ভাড়াটিয়া সাগরিকা আক্তার সুমি–এর সঙ্গে উপশহরস্থ সেভেন স্টার ফুড কোম্পানিতে কর্মরত হোসেনের বন্ধু মিলন–এর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। দুই মাস আগে পরিচয়ের পর তাদের মধ্যে মোবাইলে কথা হতো এবং সুসম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত সোমবার রাত ৯টার দিকে সাগরিকা আক্তার সুমি ফোন করে মিলনকে পাইপপট্টির সমবায় ভবনের পেছনের বাসায় আসতে বলেন। মিলন বন্ধু হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে গেলে সুমি তাদের ভাড়া বাড়িতে নিয়ে যান।

সেখানে গিয়ে সাগরিকা আক্তার সুমি, তাঁর স্বামী ও সহযোগী আফজাল দুই বন্ধুর মধ্যে মিলনকে একটি কক্ষে এবং হোসেনকে আরেকটি কক্ষে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পর অজ্ঞাতনামা আরও ৭–৮ জন সেখানে আসে। এ সময় তারা সাগরিকা আক্তার সুমির সঙ্গে দুই বন্ধুর ছবি তুলে মিলনের কাছে ৫০ হাজার টাকা এবং হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দুইজনকে বেধড়ক মারধর করে।

অভিযোগে আরও বলা হয়, তারা মিলনের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও নগদ ১৬ হাজার টাকা এবং হোসেনের কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকা ছিনতাই করে নেয়। এরপর আরও চাঁদার টাকা দাবি করে ফের মারধর ও হুমকি দিলে দুই বন্ধু টাকা দেওয়ার জন্য রাজি হন। টাকা তুলতে বুথে যাওয়ার উদ্দেশ্যে সাগরিকা আক্তার সুমি, শিমুল ও আফজাল দুই বন্ধুকে নিয়ে রওনা দেন। পথে পাইপপট্টি রোডে পৌঁছালে হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি তাঁর বন্ধু সাজুকে ঘটনা জানান; সাজু ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুলকে আটক করে। অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী হোসেন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট