মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) বেলা ১২ টার সময় মর্হুমের নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ও পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে তার জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমসহ বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সন্তান স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেয়াপাড়া গ্রামের মৃত মানিক খাঁনের ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন খাঁন দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা রত ছিলেন, শুক্রবার ১৫ আগষ্ট রাত সাড়ে ৮ টার সময় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কর্মময় জীবনে বাংলাদেশ বিডিআরে কমান্ডার পদে দীর্ঘদিন চাকরি করেছেন, চাকরি মেয়াদ শেষে অবসরে ছিলেন এবং তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের একজন সৈনিক ছিলেন, তার মুক্তিযুদ্ধের চিত্র হল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সৈনিক, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পরিচিতি নম্বারঃ , ০১৪১০০০২৭৮৯ মুক্তিযোদ্ধা বিজিবি গেজেট নং- ৪৭১৩।