তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীর বাটারমোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাটারমোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ ও মিছিলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নিরাপত্তাহীনতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা অবিলম্বে এ অবস্থা থেকে উত্তরণের দাবি জানান।