1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডালিয়ায় তিস্তা কনন শুভ উদ্ভোদন ও ৬ দফা দাবি আদায়ে নদী পথে আলোর মিছিল ৩ দিনের হরতাল ডাকলো বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি:::: নড়াইলে হবখালী হামিদুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনুপস্থিত শিক্ষিকাকে সাক্ষর করানোর অভিযোগ শালমারা ইউনিয়ন বিএনপির কাউন্সিলের ৩টি পদে লড়ছেন ৮জন বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে টানা ৪ দিনের কর্মসূচি পালন করা হবে আওয়ামী লীগের ক্লিন নেতাদের মনোনয়ন দিতে চায় জাতীয় পার্টি : মোস্তফা আলোচিত ক্যাসিনোকাণ্ডে সেলিম প্রধানসহ আটক ৯ মহানবী (সা.) মানবতার মুক্তি এবং মানুষের জন্য আদর্শ ও নেয়ামত কালীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আবদুল লতিফ নামক একজন আটক কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ-৪ বনদস্যু আটক:

অভয়নগরে তরিকুল হত্যা মামলায় যুবলীগ নেতাসহ আটক ৫, উদ্ধার বিদেশী অস্ত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত যুবলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) দেবব্রত ঘোষসহ একটি টিম ১৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয়—

১. কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মোঃ মেহাজান গাজীর ছেলে মোঃ মিন্টু গাজী (৩৬)

২. মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত মোঃ ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান (৪০)

৩. অভয়নগরের বুইকরা গ্রামের মোঃ নেছার আলী খাঁর ছেলে মোঃ বিল্লাল খাঁ (৩৮)

৪. একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে মোঃ আবু হুরায়রা (২৫)

৫. বুইকরা ড্রাইভারপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮)

জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করে, হত্যাকাণ্ডের কিছুদিন পর মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল হাসানুর রহমানের কাছে গচ্ছিত রাখে। এরপর স্থানীয় এক প্রভাবশালী নেতার নির্দেশে হাসানুর তা হস্তান্তর করে বিল্লালের হাতে। বিল্লাল পরবর্তীতে পিস্তলটি মেহেদী হাসান হৃদয়ের কাছে দেয়।

ডিবি পুলিশ মেহেদী হাসান হৃদয়ের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ থেকে একটি ৭.৬৫ ক্যালিবারের সচল বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

ঘটনার পর অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নম্বর-১২) দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।

তরিকুল হত্যা মামলায় এই গ্রেফতার অভিযান মামলার অগ্রগতিতে বড় সফলতা হিসেবে দেখছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে থাকা অন্যান্য পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট