1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে স্ত্রীসহ ডাকাত সর্দার গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক মামুনকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ পটিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে  জুলাই অভ্যুত্থান স্মরণে আলোচনা অনুষ্ঠিত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF)’র শ্রীমঙ্গলে মতবিনিময় সভাও কমিটি ঘোষণা গত ৫ মাসে ৫০০ বিবাহিত তরুণী নিখোঁজ, ঘটনা কী শরণখোলা উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতার সহধর্মিনীর সদস্য পদ বাতিল ও কাউন্সিলর তালিকায় ত্যাগীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন ডিমলায় মাদক সম্রাট যৌথবাহিনির হাতে গ্রেফতার শাজাহানপুরে ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বিএনপির বৃক্ষরোপণ রায়পুরে বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। সভাপতি মুরাদ, সম্পাদক আলমগীর নির্বাচিত শরণখোয় বিএনপির সম্মেলন ঘিরে (আলো+ মিলন+ বাদল) প্যানেলের সংবাদ সম্মেলন:: আনোয়ার হোসেন পঞ্চায়েতের প্যানেলের বিরুদ্ধে:

ফেক আইডি খুলে শিবিরবিরোধী প্রচারণা চালাও’ ছাত্রদল নেতার নির্দেশনার স্ক্রিনশট ফাঁস!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

‘ফেক আইডি খুলে শিবিরবিরোধী প্রচারণা চালাও’ ছাত্রদল নেতার নির্দেশনার স্ক্রিনশট ফাঁস

বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র সমালোচনা, নেতা তানভীর পূর্বেও বিতর্কে জড়িত

(পবিপ্রবি) প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতা তানভীর আহমেদের একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি সংগঠনের নেতাকর্মীদের ফেক ফেসবুক আইডি খুলে ইসলামী ছাত্রশিবির ও গণমাধ্যমের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালানোর নির্দেশনা দিয়েছেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, ‘ছাত্রদল পবিপ্রবি অফিসিয়াল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তানভীর আহমেদ লিখেছেন, “আগামীকালর মধ্যে সবাই একটা ফেইক আইডি খুলবি। তারপর দিনে অন্তত ১০টা পোস্ট করবি। কী পোস্ট করবি সেটা গ্রুপে বলে দিব। সবার আইডির লিংক দিতে হবে।”

ওই বার্তায় আরও বলা হয়, ফেক আইডিগুলোর ব্যবস্থাপনার জন্য একটি আলাদা ‘শ্যাডো গ্রুপ’ খোলা হবে, যেখানে প্রত্যেক সদস্যের বিকল্প আইডির লিংক সংরক্ষণ করতে হবে। সপ্তাহ শেষে কার আইডি কত পোস্ট করেছে এবং কী পরিমাণ রিচ পেয়েছে, তার হিসাব নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়, এসব ফেক আইডি ব্যবহার করে শিবির ও ছাত্রলীগপন্থি শিক্ষার্থীদের সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ড বাড়াতে হবে। প্রোফাইলে রাখতে হবে লাল রঙের কিছু অথবা স্বাধীনতা সংশ্লিষ্ট ছবি। লক্ষ্য নির্ধারণ করে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে প্রতিটি আইডিতে কমপক্ষে ৫০০ ফ্রেন্ড থাকতে হবে।

তানভীর আহমেদ বলেন, “আইডিগুলো দিয়ে পাবলিকিয়ান, দ্য ডেইলি ক্যাম্পাসসহ বিভিন্ন ফেসবুক গ্রুপে সক্রিয় থাকতে হবে। এ অ্যাক্টিভিটিটুকু সবারই করতে হবে। এটা করা এখন ফরজ হয়ে গেছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রুপটির একাধিক সদস্য জানিয়েছেন, শতাধিক সদস্যের এ গ্রুপটি ছাত্রদলের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। কয়েকজন সদস্য স্ক্রিনশটের সত্যতাও নিশ্চিত করেছেন। জানা গেছে, জুলাইয়ের গণআন্দোলনের সময় এবং নতুন কমিটি গঠনের প্রাক্কালে এসব নির্দেশনা দেন তানভীর আহমেদ।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তানভীর আহমেদ বলেন, “এই মেসেজটি কখন পাঠানো হয়েছিল তা মনে নেই, তাই এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”

প্রসঙ্গত, তানভীর আহমেদ এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। গত বছর শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তখন সামাজিক চাপের মুখে তিনি ক্ষমা চান। এছাড়াও, বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনার সাথেও তার নাম জড়িয়েছে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্ররাজনীতির নৈতিকতা ও ডিজিটাল অপপ্রচারের বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট