ডিমলায় বিএনপির পথসভা অনুষ্ঠিত
মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
বহুদলীয় গণতন্ত্রের উন্নয়নের ধারা সামান রেখে ২৮জুন নীলফামারীর ডিমলা উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপির উদ্যােগে পথসভার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন,ছাইফুল ইসলাম, সভাপতি খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাবেক সংসদ সদস্য নীলফামারী-১ ও সাবেক সভাপতি নীলফামারী জেলা বিএনপি। বিশেষ অতিথি অধ্যক্ষ মনোয়ার হোসেন সভাপতি ডিমলা উপজেলা বিএনপি, বদিউজ্জামাল রানা সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ডিমলা, গোলাম রব্বানী প্রধান সাংগঠনিক সম্পাদক ডিমলা উপজেলা বিএনপি সহ
খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন দেশের উন্নয়ন একমাত্র বিএনপির দারা সম্ভব। দীর্ঘদিন ধরে সৈরাচার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আবারও উন্নয়ন ফিরে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সঞ্চালনায়,মোজাম্মেল হক সাধারণ সম্পাদক খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি।
আয়োজনে, খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি ও সকল অঙ্গসংগঠন ডিমলা নীলফামারী।