অভয়নগরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া পরিষদের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা প্রশাসন ও ক্রীড়া পরিষদের উদ্যোগে উপজেলার ৮ ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভা মোট ৯টি দলের খেলার প্রথম খেলা শ্রীধরপুর ইউনিয়ন বনাম নওয়াপাড়া পৌরসভার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সরকারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানা বিএনপি’র নেতা এসএম মশিয়ার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ইনষ্টিটিউটের ক্রীড়া সম্পাদক সঞ্জয় রায়, সমাজ কল্যান সম্পাদক রোকনুজ্জামান বাদশা উপজেলা যুবদলের সদস্য সচিব হারুনুর রশীদ, জেলা ছাত্রদলনেতা রিফাত গোলদার, নওয়াপাড়া সোনালী অতীত ক্লাবের কর্মকর্তাবৃন্দ। এসময় ক্রীড়ামোদী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।