গোবিন্দগঞ্জে চুরি করা মোটরসাইকেল উদ্ধার
সিনিয়র স্টাফ রিপোর্টর
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৩নং শাখাহার ইউনিয়নের ১ নং ওয়ার্ড আলীগ্রাম থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার।
ঘটনা সূত্রে জানা যায় যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়ে ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে ০৩/০৬/২৫ ইং তারিখে একটি হিরো প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটি অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে ভুক্তভোগী আল মুমিন অভিযোগ করেন। অভিযোগ শোনা যায় যে আলী গ্রামের আলতাব হোসেন আলতোর ছেলে বোরহান (৩২) মোটরসাইকেলটি চুরি করেন। বাদী আল মুমিন বোরহানসহ অজ্ঞাতনামা তিন চার জনের নামে থানায় অভিযোগ করেন।
অভিযোগ করার পর বৈরাগী আর তদন্ত কেন্দ্রের এস আই ফেরদৌস মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেন। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোটরসাইকেলটি আলী গ্রাম উত্তরপাড়া আলতাব হোসেনের ছেলে বোরহানের বাড়িতে রয়েছে।
শুক্রবার সকাল ১১ঃ০০ টার দিকে এসআই ফিরদাউস আলী গ্রামের এসে বোরহানের বাড়িতে যায়। বোরহানের বাড়িতে গিয়ে দেখতে পান মোটরসাইকেলটি সেখানে রয়েছে। ওই সময় আসামি বোরহান পালা পক ছিলেন। এসআই ফেরদৌস মোটরসাইকেলটি উদ্ধার করে বিবাদী আল মুমিনকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়।
আসামি বোরহান পলাতক থা।কায় তাকে ধরা সম্ভব হয়নি। মোটরসাইকেলের ব্যাগে ৫০০০০ টাকা ছিল সেই টাকাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সেই টাকা উদ্ধার এবং আসামিকে ধরার দুটো চেষ্টা করতেছেন।