1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে শামীম নামের এক যুবক মারাত্মক আহত  নড়াইলের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল ইসলামের যোগদান পীরগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে আদালত চত্বরে বিচারকদের বৃক্ষরোপণ নান্দাইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার জনতার ঢল পটিয়ায় ইদ্রিস মিয়ার নেতৃত্বেে বিএনপি ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শরণখোলায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

পটিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী আলোচনা সভায় ইদ্রিস মিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

পটিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী আলোচনা সভায় ইদ্রিস মিয়া

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি যৌথ উদ্যােগে নানান কর্মসূচি মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
৩০মে দিনব্যাপী খতমে কুরআন ও দোয়া মাহফিল বিকালে কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, দীল মোহাম্মদ( মঞ্জু), ফজলুল কবির (ফজলু) মুহাম্মদ ইব্রাহিম, মফজল আহমদ চৌধুরী, একে এম জসিম, মনির আহমদ সেলিম, কবিয়াল ইউসুফ, আবুল বশর, হারুনর রশীদ চৌধুরী, জায়েদুল হক, নাছির উদ্দীন, দক্ষিণ জেলা ছাএদলের আহবায়ক রবিউল হোসেন (রবি),আবু জাফর চৌধুরী, জসিম উদ্দিন সওদাগর, আমির হোসেন, আবু কালাম,আবছার উদ্দিন সোহেল, রবিউল হোসেন বাদশা, জিল্লুর রহমান, আনোয়ার উদ্দিন, তারেক রহমান, নুরুল আমিন (মধু), এম এ রুবেল, নাজিম উদ্দীন, আক্তারুজ্জামান, মাহবু মেম্বারসহ জেলা উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশী-বিদেশী চক্রান্তকারী শক্তি কখনোই মেনে নিতে পারেনি। ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশবিরোধী চক্র তাঁর বিরুদ্ধে শুরু করে গভীর ষড়যন্ত্র। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকান্ডের মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে হারায় দেশবাসী । চক্রান্তকারীরা যতই চেষ্টা করুক কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না বরং নিজ দেশের জনগণের হৃদয়ে চিরজাগরুক হয়ে অবস্থান করেন। নিখাদ দেশপ্রেমিক এই মানুষটিকে কেউ কখনো তাঁর বিশ্বাস থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। তিনি সারাজীবন আদর্শকে বুকে ধারণ করে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে গিয়েছেন। জনমনে ভয় আর আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ ১৭ বছর ক্ষমতা আঁকড়ে রেখেছিল। জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল। নির্যাতন ও জুলুম ছিল পতিত ফ্যাসিবাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র হাতিয়ার। দেশের সম্পদ বিদেশে পাচার করে এক মাফিয়া অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। এমতাবস্থায় হারানো গণতন্ত্র পূণরুদ্ধারে ছাত্র-জনতাসহ সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে গতবছর ৫ই আগষ্ট শেখ হাসিনার পতন ঘটায়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে এখন পূর্ণাঙ্গ রুপ দিতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপির দাবি অবাধ-সুষ্ঠু নির্বাচন, জনগণের কাছে জবাবদিহিতা, স্বচ্ছতা, পরমতসহিষ্ণুতাসহ সকল নাগরিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করার পরিবেশ নিশ্চিত করতে হবে-যাতে গণতন্ত্র স্থায়ী রুপ লাভ করে। জাতীয় জীবনের সকল সংকট, সংগ্রাম ও বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন, জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে তারেক জিয়ার বিকল্প নেই ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট