ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাবেক ইউপি সদস্যের পরলোক গমন
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবোরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দক্ষিণ মালঞ্চা গ্রামের খর্গমোহন গোসামীর পুত্র সাবেক ইউপি সদস্য সমেশ রায় ঢেপ।তিনি ৩১শে মে ২০২৫ আনুমানিক সকাল১১ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় দেহত্যাগ করেন।তিনি মৃত্যুকালে ২ স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যা রেখে মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর।তার ২ ছেলে শরিমল রায় ও পরিমল রায়,৩ কন্যা হলো কনিকা,ও সনিকা,অনিকা ও ২ স্ত্রী।তাঁর শেষকৃতকার্য অন্তেষ্টিক্রিয়া বিকাল ৬ ঘটিকায় নলদিঘি শ্মশানে চিতায় দাহ করানো হয়।সে সময় জনতার পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় উপস্থিত ছিলেন।চিতা দাহ প্রাক্কালে চেয়ারম্যান সুকুমার রায় সমেশ রায় ঢেপ এর আত্মার শান্তি কামনা করেন।ওম দিব্যান লোকান স্বগুচ্ছতু।