কালীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
বিশ্ব তামাক মুক্ত দিবস -২০২৫ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ মে ) জেলা কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে শোভাযাত্রাটি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এ শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রা শেষে কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ, এই সময় অন্যান্যের মাঝে উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শাকিল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, উপজেলা সরকারি হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা কাজী মো. নাজমুল হক, কালীগঞ্জ ফায়ার ষ্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান, পৌর হিসাব রক্ষক দুলাল মোড়ল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ডা. রেজওয়ানা রশীদ বলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সালে বিশ^ তামাক মুক্ত দিবস ঘোষণা করে। বিশ^ তামাকমুক্ত দিবস তামাক ও নিকোটিন আসক্তির বিরুদ্ধে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ স্মারক। তামাক সেবনের কারণে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের রোগ ও স্ট্রোকসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়। এ দেশে পরোক্ষ ধুমপানের শিকার প্রায় ৪ কোটি মানুষ। বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি বলেন, তামাক থেকে বিরত থাকতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের তামাকের কুফল সমন্ধে সচেতন করতে হবে। তামাকের সাথে জড়িত বন্ধুদের এড়িয়ে চলতে হবে। আমরা প্রায় সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে থাকি। জনগণের চলাচলের রাস্তায়,হোটেলে, চায়ের দোকানে, বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনীতে,চলন্তা রেল গাড়ীতে,লঞ্চ, জাহাজে,নৌকায়,মাদক সেবনের দায়ে আর্থিক জরিমানা করা হয়। একমাত্র সচেতনতার মাধ্যমে তামাকমুক্ত করা সম্ভব। এর জন্য সকলের সহযোগিতা কাম্য।
এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানা জান্নাত, দ্বিতীয় তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী।এ-সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।