
যশোর প্রতিনিধি :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সাঁড়াশি অভিযানে আলোচিত চরমপন্থী নেতা ও বরফ ব্যবসায়ী রানা প্রতাপ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণকারী সাদ্দাম হোসেন (২৬) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের পিতা মৃত নাজের মোড়ল। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল ০৬ নম্বর ওয়ার্ড এলাকায়। যশোর জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গত ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় চরমপন্থী নেতা ও বরফ ব্যবসায়ী রানা প্রতাপকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে সক্রিয়ভাবে অংশ নেয় সাদ্দাম হোসেন। ঘটনার পরপরই যশোর ডিবি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। উন্নত তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলার একটি এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।ডিবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনা ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যশোর জেলা গোয়েন্দা শাখা।