
নিজস্ব প্রতিবেদক | যশোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম। ইসি সূত্র জানায়, দীর্ঘ শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আপিল শুনানিতে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পরে কমিশন আপিল মঞ্জুর করে সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে।
উল্লেখ্য, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকায় অপহরণের শিকার হন। পরে তাকে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা মুন্নী। ইসি সূত্রে আরও জানা যায়, নিহত নাজমুল ইসলামের নেওয়া একটি ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন সাবিরা সুলতানা মুন্নী। সেই ঋণ এখনো পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ কারণেই প্রার্থিতা বাতিলের দাবিতে আপিল করা হয়। এ সিদ্ধান্তের ফলে যশোর–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।