নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলায় চুরির চেষ্টা করতে গিয়ে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শামিম মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকান মালিক ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগে সিসিটিভি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাইরে এসে ‘চোর, চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী শামিমকে ধরে মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে যশোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শামিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গণপিটুনির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।