
স্টাফ রিপোর্টার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (তারিখ) দুপুরে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্ত বাসচালক, তার সহযোগী ও হেলপারকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাসচালক মো. আলতাফ (২৫), চালকের সহযোগী মো. রাব্বি (২১) এবং হেলপার মো. সাগর (২৪)। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। সে সময় বাসে আরও দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নেমে গেলে অভিযুক্তরা ওই কলেজছাত্রীকে জোরপূর্বক বাসে আটকে রাখে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাতভর ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভয়াবহ এ ঘটনা প্রকাশ পায়। পরে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এদিকে ঘটনার তথ্য সংগ্রহ ও ভিকটিমের বক্তব্য গ্রহণ এবং আসামিদের ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের সহযোগিতা না করে বাধা দেন টাঙ্গাইল সদর থানা পুলিশের সদস্যরা, এ নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।