নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারী পিস্তল বের করে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। আহত যুবকের নাম মো. রোহান শেখ (২৩)। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আহতের মা শাহিনা বেগম (৫৬) অভয়নগর থানায় দায়ের করা অভিযোগে জানান, বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তার ছেলে বুইকরা আকুঞ্জিপাড়া গ্রামে লিপি বেগমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় তিনি দেখতে পান, নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার বাসিন্দা রাকিব সরদার (৪০) ওই স্থানে প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন। মাদক বিক্রিতে বাধা দিলে রাকিব সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সঙ্গে থাকা চাকু দিয়ে রোহান শেখের ডান পাশ, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রোহান গুরুতর রক্তাক্ত জখম হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রাকিব সরদার কোমরে থাকা পিস্তল বের করে রোহান শেখকে গুলি করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে এলাকাবাসীর সহায়তায় রোহান শেখকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রায়হান শেখ (৩১) ও তুলি বেগম (৩২)-সহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিব সরদার তাদের পরিবারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।