মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভুঁইয়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার বিস্তারিত:
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম। সভায় বক্তারা নির্বাচনের আচরণবিধি মেনে চলা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতির কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন:
দাগন ভূঁইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহরাব তানভীর,
দাগন ভূঁইয়া উপজেলা প্রকৌশলী মাছুম বিল্লাহ,
দাগনভূঞ থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান,
দাগনভূঁইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুর রহমান,দাগনভূঁইয়া উপজেলা
মৎস অফিসার মিরাজুল ইসলাম,
ফেনী রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ ইমাম হাছান কচি,
ফেনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোকাররম বিল্লাহ, দাগন ভূঁইয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদ মোঃআলাউদ্দিন লিংকন, ছাত্র প্রতিনিধি
সাজ্জাদ হোসেন ফাহিম,
সভায় উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট সফল করতে একাত্মতা প্রকাশ করেন।