নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ সকালে ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বুধবার সকাল ৭টা নাগাদ তিনি মারা যান।সোমবার (১২ জানুয়ারি) তিনি কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থ বোধ করেন।এরপর তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন। ফেরদৌস আরা ছিলেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি গত বছরের জানুয়ারি মাসে (২০২৫) বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়, তবে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন এবং তার স্বামী একজন শিক্ষক। পরিবারের মতে, তার দাফন শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে করা হবে। ফেরদৌস আরা, বাঞ্ছারামপুরের জনপ্রিয় ও দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১২ জানুয়ারি অসুস্থার অনুভব করে ঢাকায় ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি তিনি মারা যান, এবং পরিবারকে ছাড়াই শেষ পথে চলে যান। তিনি প্রশাসনে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।