রবিউল হোসাইন সবুজ :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী আবুল হোসেন মজুমদার। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় সক্রিয় এই ব্যক্তিত্বের সদস্যপদ প্রাপ্তিতে চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত। প্রায় তিন দশক ধরে তিনি বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ত। তিনি জনপ্রিয় বিনোদন সাময়িকী বিনোদনধারা, বিনোদন ভুবন ও বিনোদন জগত-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবে আনন্দ বিনোদনসহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনা করেছেন।
তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর সভাপতি এবং আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তিনি ধারা মিডিয়ার স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
চলচ্চিত্র নির্মাণেও সক্রিয় আবুল হোসেন মজুমদার। সম্প্রতি তার পরিচালনায় মজুমদার ফিল্মস প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ভালোবাসি তোমায়” নির্মিত হয়েছে। বর্তমানে তিনি এফএম মিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র “অন্য রকম প্রেম”-এর কাহিনী লেখা ও পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সদস্যপদ প্রাপ্তি প্রসঙ্গে আবুল হোসেন মজুমদার বলেন, “আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি মনে করি, এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রমে এবং দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করবে।”
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই সদস্যপদ প্রাপ্তি চলচ্চিত্র শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সহায়ক হবে।