
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর অধ্যাপক সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আবদুল করিম, পৌর আমীর মাওলানা আলতাফ হুসাইন, জেলা শিবির সভাপতি এম এম আশিকুজ্জামান, শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল।