
নিজস্ব প্রতিবেদক :
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় এক কলেজছাত্রীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম বনি, তিনি উপজেলার হানুয়ার গ্রামের বিএনপি নেতা শরিফ হোসেন শরিফের কন্যা এবং সরকারি মনিরামপুর টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (আজ) সকালে নিজ বাড়ির ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বনি। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নামানোর চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন, সহপাঠী ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ভিড় করেন। অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েন।আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। পরিবারের সদস্যদের দাবি, বনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং সম্প্রতি কোনো েঁ বা শিক্ষাগত সমস্যার কথা তারা জানতেন না।খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।মনিরামপুর থানার এক কর্মকর্তা বলেন, উদঘাটনের দাবি জানিয়েছেন।