নিজস্ব প্রতিবেদক | যশোর
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষ পান করে পিংকি (১৭) নামে এক কিশোরী গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পিংকি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের তরফদার নওয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে বিষ পান করেন পিংকি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালান। তবে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বিকেল ৪টা ১০ মিনিটে পিংকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পারিবারিক কলহ ও সামাজিক সচেতনতার অভাবকে এমন ঘটনার জন্য দায়ী করছেন।